Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০২০

দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস” প্রকল্পের আওতায় চা চাষীদের দোরগোড়ায় চা সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বান্দরবান সদর উপজেলার হ্লাপাইমুখ পাড়ায় গত ০৪ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ ক্ষুদ্র চা চাষীদের জন্য ‘খোলা আকাশ স্কুল’ মডেলে “চা পাতা চয়ন, চা গাছ ছাঁটাই, পোকামাকড় ও রোগবালাই দমন এবং বিভিন্ন আন্তঃপরিচর্যা” বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক জনাব সুমন সিকদার এবং প্রকল্পের রুমা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ ইমরান হোসেন। বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা আবাদ নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী ২৫ জন চাষীকে হাতেকলমে পাতা চয়ন পদ্ধতি, চা গাছ ছাঁটাই, পোকামাকড় ও রোগবালাই দমন এবং বিভিন্ন আন্তঃপরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চা চাষীরা সময়মত সঠিক পদ্ধতিতে গুণগতমানের পাতা চয়ন, প্রুনিং ও পোকামাকড় দমন করতে সক্ষম হবে।


প্রকাশন তারিখ : 2020-11-04